বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৬:০০ পূর্বাহ্ন

নোয়াখালীর হাতিয়ায় নৌকা ডুবি: ১ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ১

মুজাহিদুল ইসলাম সোহেল, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর হাতিয়ার উপজেলার নিঝুপ দ্বীপ এলাকায় একটি মাছ ধরার নৌকা ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে।
এ ঘটনায় ১ জনের মরদেহ এবং ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরো ১ জন।

মঙ্গলবার (৩০ জুন) রাত সাড়ে তিনটা থেকে ৪টার দিকে উপজেলার নিঝুম দ্বীপের ১২ কিলোমিটার দক্ষিণ- পশ্চিমে ক্যাডার চর সংলগ্ন মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনায় এ ফিশিং নৌকা ডুবির ঘটনা ঘটে।

পরে মঙ্গলবার সকাল ৮টার দিকে নৌকা ডুবিতে নিহত জেলে বেচন (২৩), এর মরদেহ উপজেলার আমতলী বাজার সংলগ্ন নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়। সে জাহাজমারা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের গোলাম মাওলার ছেলে। নিখোঁজ জেলে মো, সোহাগ (১৩), জাহাজমারা ইউনিয়নের আমতলী গ্রামের মো. আব্দুর জাবের’র ছেলে।

হাতিয়া থানার অফিসরার ইনচার্জ (ওসি) মো.আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, নিখোঁজ জেলেকে উদ্ধার অভিযান চালাচ্ছে বাংলাদেশ কোস্টগার্ড ও নৌ পুলিশ। গভীর রাতে ১৩ জন জেলেসহ মাছ ধরার ফিশিং নৌকাটি জোয়ারের পানির আঘাতে ডুবে যায়। তখন নৌকার সকল জেলে ঘুমে ছিল। এদের মধ্যে ১ জন এখনো নিখোঁজ রয়েছে, ১জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ১১জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: