বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০১:১৮ পূর্বাহ্ন

ফেব্রুয়ারিতে ‘বাংলাদেশ সাহিত্য উৎসব’

কবিতাপত্র ‘দিকচিহ্ন’র উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ সাহিত্য উৎসব ২০২০’। এ উৎসবের থিম ‘ভেদাভেদহীন শান্তির পৃথিবী চাই’। ২১, ২২ ও ২৩ ফেব্রুয়ারি শাহবাগের পাবলিক লাইব্রেরির প্রাঙ্গণে এ উৎসব অনুষ্ঠিত হয়েছে।

তিন দিনব্যাপী এ সাহিত্য উৎসবের আহ্বায়ক সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী, যুগ্ম-আহ্বায়ক কবি মোহন রায়হান। উৎসব উদ্বোধন করবেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। উৎসবের ঘোষণাপত্র পাঠ করবেন সমাজতাত্ত্বিক অধ্যাপক সলিমুল্লাহ খান।

উৎসবে বাংলা ভাষার গতি প্রকৃতি, সমকালীন বাংলা কবিতার ধারা, কবিতা: ব্যক্তি ও সমষ্টির দ্বৈরথ, কথাসাহিত্যের বর্তমান ও ভবিষ্যৎ, বাঙালির ইংরেজি চর্চা ও অনুবাদ সংকট’, ‘মাধ্যমের ভিন্নতা ও শিল্পের ঐক্য’ শিরোনামের ছয়টি পর্বে মূল প্রবন্ধ পাঠ ও আলোচনা অনুষ্ঠিত হবে। আলোচনায় অংশ নেবেন দেশ-বিদেশের শিল্পী-সাহিত্যিক, বোদ্ধা ও গুণীজন। থাকবে দেশি-বিদেশি কবিদের স্বরচিত কবিতাপাঠ, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও দেশি-বিদেশি সাহিত্যিকদের রচনা নিয়ে দ্বিভাষিক সাহিত্য সংকলন ও স্মরণিকা প্রকাশিত হবে।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: