বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০:৩৯ পূর্বাহ্ন

হংকংয়ের বাসিন্দাদের নাগরিকত্বের প্রস্তাব দিলো যুক্তরাজ্য

নিউজ ডেস্ক : হংকংয়ের ৩০ লাখ বাসিন্দাকে নাগরিকত্ব গ্রহণ এবং যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসের প্রস্তাব দিয়েছে ব্রিটেন। চীনের পার্লামেন্ট হংকংকে নিয়ে নতুন নিরাপত্তা আইন পাসের বিষয়ে প্রতিক্রিয়া জানানোর সময় বুধবার বরিস জনসন এমনটি জানান।

চীনের নতুন নিরাপত্তা আইন নিয়ে বরিস জনসন বলেন, আইনটির মাধ্যমে হংকংয়ের স্বাধীনতা ক্ষুন্ন করা হচ্ছে। যারা এই আইনের ফলে ক্ষতিগ্রস্থ হয়েছেন তাদের যুক্তরাজ্যের সাবেক উপনিবেশটি ছাড়ার সুযোগ দেয়া হবে বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের পাসপোর্টধারী প্রায় সাড়ে তিন লাখের মতো হংকংয়ের বাসিন্দাসহ আরো ২৬ লাখ উপযুক্ত বাসিন্দা ব্রিটেনে পাঁচ বছর বসবাস করতে পারবেন। এর পরের এক বছর পর তারা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন।

১৯৮৭ সালে হংকংয়ের ব্রিটিশ পাসপোর্টধারীদের বিশেষ মর্যাদা দেওয়া হয়েছিল। কিন্তু বর্তমানে ওই বিশেষ মর্যাদার ওপর বিধিনিষেধ আরোপের ফলে এখন তারা যুক্তরাজ্যে ছয় মাস ভিসা ছাড়া অবস্থান করতে পারেন।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: